- Song: Shohorbondhi (শহরবন্ধি)
- Band: Meghdol
- Album: Shohorbondhi
SHOHORBONDHI (শহরবন্ধি) LYRICS
শহরবন্দি মেঘ, ঘুরে ঘুরে একা
আমাদের এই সুবর্ণ নগরে
আমিও পেতেছি কান, শুনি বৃক্ষের ক্রন্দন
ধূসর রাজপথের প্রান্তরে
চন্দ্রগ্রস্থ ভোর বড় বিদায় বিদায় X২
তুমি এখনো দেখো সূর্যলোকের ভোর
তুমি গাইতেই পারো গান, এই সুবর্ণ নগরে
ভুলে যেতে পারো ইতিহাস অর্থহীন নগরকালে
কেটে ফেলা গাছ ভুলে যাবে সব শোক
কিছু সবুজ পাতার ক্রন্দন তুলে রেখো X২
ভেজা ভেজা চোখে কান্না লুকাতে পারো
ভুলে যেতে পারো চাইলেই বারবার
তুমি গাইতেই পারো গান এই সুবর্ণ নগরে
ভুলে যেতে পারো ইতিহাস অর্থহীন নগরকালে X২
'শহরবন্ধি' এলবামের সবগুলো গানের লিরিক্সঃ
♪ Muthophone (মুঠোফোন)♪ Thik Thak (ঠিক ঠাক)
♪ Roder Fota (রোদের ফোটা)
♪ Kumari (কুমারী)
♪ Shohorbondi (শহরবন্ধী)
♪ Char Char Chouko (চার চার চৌকো)
♪ Pathure Debi (পাথুরে দেবী)
♪ Rongin Feresta (রঙ্গিন ফেরেশতা)
♪ Dur Prithibi (দূর পৃথিবী)
♪ Abar Shohor (আবার শহর)
♪ Nirban (নির্বাণ)