- Song: Pathure Debi (পাথুরে দেবী)
- Band: Meghdol
- Album: Shohorbondhi
PATHURE DEBI (পাথুরে দেবী) LYRICS
পাথুরে দেবী, পাতার পাখনা গায়ে
স্নান জলে নিহত অগ্নিমাছ
নেইকো মানুষ, সূর্যের দিকে যাই
ট্রাফিক ভিড়ে সহস্র পংখিরাজ
আনমনা লোকটা এখনো দাড়িয়ে একা
রোজকার রেলগাড়ি রেলগাড়ি বিকেল
ময়দানে লড়াই মহিষে মহিষে আজ
খুন হবে প্রজ্জাল ঐ চাঁদ
সিলিং এ ঝুলছে রূপবতী লাশ
মহাশূন্যের মত একা একা X২
শহরে আজও বৃষ্টিহবেনা তাই
কাঁচ পোকাদের নেই দেখা
জলজ ঘ্রানের নুন, অনেকটা প্রাচীন
খোলসের মত আছে পড়ে
করোটীর ভেতরে জমাট অন্ধকার
অক্ষরগুলো শুধু ওড়ে X২
'শহরবন্ধি' এলবামের সবগুলো গানের লিরিক্সঃ
♪ Muthophone (মুঠোফোন)♪ Thik Thak (ঠিক ঠাক)
♪ Roder Fota (রোদের ফোটা)
♪ Kumari (কুমারী)
♪ Shohorbondi (শহরবন্ধী)
♪ Char Char Chouko (চার চার চৌকো)
♪ Pathure Debi (পাথুরে দেবী)
♪ Rongin Feresta (রঙ্গিন ফেরেশতা)
♪ Dur Prithibi (দূর পৃথিবী)
♪ Abar Shohor (আবার শহর)
♪ Nirban (নির্বাণ)