TIN NUMBER BHUTER GOLI (তিন নাম্বর ভুতের গলি) LYRICS | S I TUTUL | HUMAYUN AHMED

Presenting Tin Number Bhuter Goli(তিন নম্বর ভুতের গলি) lyrics By S I Tutul, lyrics planned by Humayun Ahmed from Bangla movie Krishnopokkho, starring Reaz & Mahia Mahi.
  • Song: Tin Number Bhuter Goli(তিন নম্বর ভুতের গলি)
  • Singer : S I Tutul
  • Lyrics : Humayun Ahmed
  • Movie : Krishnopokkho

TIN NUMBER BHUTER GOLI (তিন নম্বর ভুতের গলি) LYRICS

ঠিকানা আমার নোটবুকে আছে নোটবুক নেই কাছে,
তিন নম্বর ভুতের গলি এটুকুই মনে আছে ।
ঠিকানা আমার নোটবুকে আছে নোটবুক নেই কাছে,
তিন নম্বর ভুতের গলি এটুকুই মনে আছে ।

আর মনে আছে তুমি বলেছিলে রোজ সন্ধ্যার পরে,
এলো চুলে তুমি হাঁটাহাঁটি করো তোমার বাড়ির ছাদে ।

ঠিকানা আমার নোটবুকে আছে নোটবুক নেই কাছে,
তিন নম্বর ভুতের গলি এটুকুই মনে আছে ।

[দেখেছো? আমার স্মরণ শক্তি? সব কথা মনে আছে]

অলিতে গলিতে, দেখা পরিচয়
ঠিকানার লেনদেন ।
হৃদয়ের কোন, ঠিকানা থাকেনা
কথাটা কি বুঝলেন?

অলিতে গলিতে, দেখা পরিচয়
ঠিকানার লেনদেন ।
হৃদয়ের কোন, ঠিকানা থাকেনা
কথাটা কি বুঝলেন?

এ কথা জেনেও, হাঁটাহাঁটি করি
ভুতের গলিটা খুঁজি।
তোমার দেখা, পেয়ে যাবো আমি
হঠাৎ করেই বুঝি!

ঠিকানা আমার নোটবুকে আছে নোটবুক নেই কাছে,
তিন নম্বর ভুতের গলি এটুকুই মনে আছে ।
► PLAY TIN NUMBER BHUTER GOLI

Related Posts

Comments


EmoticonEmoticon

:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)