DHAKKA (ধাক্কা) LYRICS: Presenting Dhakka (ধাক্কা) full mp3 song lyrics by Puja, tune and music by Fual Al Muqtadir. The lyrics was planned by Abdar Rahman.
  • Song: Dhakka
  • Singer: Puja
  • Lyrics: Abdar Rahman
  • Tune: Fual Al Muqtadir
  • Label: Laser Vision

DHAKKA (ধাক্কা) LYRICS

এ ভরা শ্রাবণ, প্রেমেরই লগনে
আমাকে না বলো না।
যখনই এসেছো, এ মন ছুয়েছো
আমাকে ফেলে যেও না।
আমি পারিনা ধরতে, সে যায় পালিয়ে
ধাক্কা আমায় দিও না।

ধাক্কা মারে অন্তরে, ঘুরছে মনের চাক্কারে;
কি জানি কোন প্রেমেরই পোকারে! 
ধাক্কা মারে অন্তরে, ঘুরছে মনের চাক্কারে;
মন দিয়েছি এক বোকারে! 

চোখে চোখে কথা হতো,
কাছে এলে থেমে যেতো;
মনে ভালোবাসো যারে,
সে এলে হও যে ভীত।

আমি পারিনা ধরতে, সে যায় পালিয়ে
ধাক্কা আমায় দিও না।

ধাক্কা মারে অন্তরে, ঘুরছে মনের চাক্কারে;
কি জানি কোন প্রেমেরই পোকারে! 
ধাক্কা মারে অন্তরে, ঘুরছে মনের চাক্কারে;
মন দিয়েছি এক বোকারে! 

দূরে গিয়ে ভোলা যেতো,
নামকি ভালোবাসা হতো;
তার চেয়ে ভালো সব দ্বিধা ভুলে,
তুমি আমার সাথে চলো।

আমি পারিনা ধরতে, সে যায় পালিয়ে
ধাক্কা আমায় দিও না।

ধাক্কা মারে অন্তরে, ঘুরছে মনের চাক্কারে;
কি জানি কোন প্রেমেরই পোকারে! 
ধাক্কা মারে অন্তরে, ঘুরছে মনের চাক্কারে;
মন দিয়েছি এক বোকারে! 

ধাক্কা মারে অন্তরে, ঘুরছে মনের চাক্কারে;
কি জানি কোন প্রেমেরই পোকারে! 
ধাক্কা মারে অন্তরে, ঘুরছে মনের চাক্কারে;
মন দিয়েছি এক বোকারে! 

এ ভরা শ্রাবণ, প্রেমেরই লগনে
আমাকে না বলো না।
যখনই এসেছো, এ মন ছুয়েছো
আমাকে ফেলে যেও না।
আমি পারিনা ধরতে, সে যায় পালিয়ে
ধাক্কা আমায় দিও না।

ধাক্কা মারে অন্তরে, ঘুরছে মনের চাক্কারে;
কি জানি কোন প্রেমেরই পোকারে! 
ধাক্কা মারে অন্তরে, ঘুরছে মনের চাক্কারে;
মন দিয়েছি এক বোকারে!  [৪ বার]
► PLAY DHAKKA ON YOUTUBE

Related Posts

Comments


EmoticonEmoticon

:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)