ESHO AMAR SHOHORE ( এসো আমার শহরে) LYRICS | MEGHDOL


Esho Amar Shohore” song Lyrics from Meghdol’s upcoming album ‘Aluminum Er Dana



♪ এসো আমার শহরে

এই ধুলো ধুলো শহর
তোমার।
আমার।
আসতে পার।
চলে যেতে পার।
এই পৃথিবীর বিষন্ন ধুলোয় মিশে যেতে পার।
তবু, এই বিষাদগ্রস্ত মেঘময় প্রাচীন শহর
বারবার তোমাকে ফিরে পেতে চাইবে
এই করুণ নেক্রপলিসে।

আগুনের দিন গুণছে সকাল
বাস স্টপে একা আলোর পথিক
রাত ঝমঝম দিনের অসুখ
পুড়ছে শহর।

যে গল্পের নাম ঠিকানা
আমার কাছে আজও অজানা
সেই গল্পে ঠায় দাঁড়িয়ে গাইছি এ গান

এসো আমার শহরে
না বলা গল্পের অহেতুক ভীড়ে।

জানি কোনোদিন ফিরে পাব না
ফিরবার গান আর কোনো দিন
মুছে ফেলো সব নাম নিশানা
আলোর পথিক।

প্রতিশোধ গুলো জমা পড়ে থাক

শূন্য ডানায় গভীর বিষাদ
ধুলোয় জলে ভিজে একাকার
অচিন শহর।

এসো আমার শহরে
না বলা গল্পের অহেতুক ভীড়ে।


Esho Amar Shohore | English Translation

his dusty town that’s yours
And mine
You may come back (to it).
You may leave it.
You may succumb to the depressing dust of this world.
Yet this cloud-covered, glum old town
Will crave for you,
Ask you to come back to a wretched necropolis.

The morning’s counting days to the fiery hours.
A man in the bus-stop, a traveler drawn towards light.
The rattling nights and the plagued days
Sizzle the town.
I live in a story and sing this song,
The story that’s yet unknown to me.


Come back to this town of mine,
Back to the futile prattle of mine.

I know I’d never get back,
The songs that can bring (me) back to you
A traveler drawn towards light.

The revenges stocked and congealed,
Let them be.
The pathos of the wings unengaged,
The town stands sunlit and rain-drenched,
Unknown to me.


Come back to this town of mine,
Back to the futile prattle of mine.


Related Posts

1 টি মন্তব্য


EmoticonEmoticon