ব্যস্ত মানুষের ভীড়ে
থেমে নেই সময় যান্ত্রিক জীবনে
যেন নেই কোন পরিচয়
মহাকাশ ধুম্রতায় এসময় যে বয়ে যায়
বৃষ্টি ফোটাতে রুদ্ধ হাওয়ায়
এখন আর কি হবে
দৃষ্টির সম্মুখে গড়ে দৃড়তা
এই ভাঙ্গার প্রাচীরে
মুছে যাবে নীল আকাশ
তোমার আমার ইতিহাস
থাকবে না কোন প্রান এ শহরে
ঘুমাও দানব ঘুমাও তুমি
ঘুমাও মনের গভীরে
থমকে থমকে হুংকার দেবে
আক্ষেতের কবরে